দুর্গাপুর নিউজ ডেস্ক:
তরুণ মডেল শাহরিয়ার আহমেদ রানা। মিউজিক ভিডিওর মাধ্যমে মডেল হিসাবেই মিডিয়াতে পথ চলা শুরু হয় তার। দর্শকদের
সামনে বিভিন্ন সময় এই মডেল বিভিন্ন
চরিত্রে হাজির হয়েছেন। সব চরিত্রে
নিজেকে মানিয়ে নিয়েছেন নিজের মত করে।
যে কারণে নির্মাতাদেরও আগ্রহ থাকে তাকে দিয়ে একটু ভিন্ন ধরনের চরিত্রগুলোতে অভিনয়
করাতে।
.
২০১৮ সালে তিনি প্রথম “মাইয়া” গানের মিউজিক ভিডিওতে মডেল হিসাবে কাজ করেন! আর জনপ্রিয় গানটিতে কন্ঠ দিয়েছিলেন সংগীতশিল্পী রাজিব রায়হান।
তারপর বেশকিছু দিন পরেই একই বছরে “প্রেম আমার হয় না আপন” গানের শিরোনামে মডেল হোন। তরুণ প্রজন্মের সংগীতশিল্পী শামীম সিদ্দিকী গানটিতে কন্ঠ দিয়েছিলেন।
.
শাহরিয়ার আহমেদ রানা এরপর থেকেই শোবিজের পরিচিত মুখ হয়ে উঠেন! বাড়তে থাকে নানান ব্যস্ততা। ২০১৯ সালে “অভিমানী মেয়ে, “দু:খ”, আরও বেশকিছু মিউজিক ভিডিওতে মডেল হিসাবে কাজ করেন। যেগুলো সাধারণ দর্শক খুব আনন্দের সহিত গ্রহণ করেন।
.
২০২০ সালেও নতুন বছরে আরও দুটো মিউজিক ভিডিওতে মডেল হিসাবে কাজ করেছেন। যেগুলোর শুটিং ইতিমধ্যে শেষ হয়েছে! এবার মুক্তির অপেক্ষায়। শীগ্রই নতুন রুপে হাজির হবেন দর্শকদের সামনে।
.
শাহরিয়ার আহমেদ রানা বলেন, দর্শকদের ভালবাসা নিয়ে আমি থাকতে চাই! এর চেয়ে বড় প্রাপ্তি আর কোনকিছু নেই। দোয়া করবেন যেন এ পথচলা দীর্ঘ হয়।
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার