অভিশপ্ত –‘২০
আকাশ তালুকদার
—————————–
২০২০ তুমি দেখালে কঠিন বাস্তবতা
বিশ তুমি দেখালে চরম নিমর্মতা
বিশ তুমি অনেকের কাছে অভিশপ্ত সন
বিশ তুমি আমার কাছে চিরস্থায়ী, চিরন্তন
বিশ তুমি শেখালে আমায় বেদনা কাকে বলে
বিশ তুমি দেখালে আমায় দুনিয়া কিভাবে চলে
বিশ তুমি যাচ্ছো চলে সকল যাতনা দিয়ে
বিশ তুমি এসো না আর অভিশাপ কাঁধে নিয়ে
বিশ তুমি জীবনবোধের অপ্রিয় উদাহরণ
বিশ তুমি পৃথিবীর বুকে নিকৃষ্ট উদাহরণ
বিশ তুমি হাহাকার, কান্না সকল মানব জাতির
বিশ তুমি বেদনা, যাতনা, জগতের নিয়তির…
সকল অভিশাপ নিয়ে তুমি যাও এবার ফিরে
একুশকে দিলাম শুভ বার্তা মানবজাতির তরে…
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার