রাজেশ গৌড়
আগামী ৩০ জানুয়ারি দুর্গাপুর পৌরসভায় ৩য় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এ নির্বাচনকে কেন্দ্র করে, প্রার্থীদের গণসংযোগ আর প্রচার-প্রচারণায় জমে উঠছে আসন্ন দুর্গাপুর পৌরসভা নির্বাচন। পৌরসভার রাস্তাঘাট, অলিগলি ও পাড়া-মহল্লা এখন মিছিল, স্লোগানমুখর। ব্যানার-পোস্টারে, ছেয়ে গেছে পুরো শহর। চায়ের দোকান থেকে শুরু করে বসতবাড়িতেও এখন আলোচনার বিষয় শুধু নির্বাচন। প্রার্থীরা ভোট চেয়ে চষে বেড়াচ্ছেন তাদের নির্বাচনী এলাকা।
প্রতীক বরাদ্দ হওয়ার পর থেকে পাঞ্জাবী প্রতীক নিয়ে ব্যাপক প্রচারনা ও গনসংযোগ করছেন ৬ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনির হোসাইন মানিক । ওয়ার্ডের বিভিন্ন স্থানে করেছেন সভা সমাবেশ।
এ সময় মনির হোসাইন মানিক বলেন আমি গত নির্বাচনে জনগনের বিপুল ভোটে জয়ী হয়। আমি প্রতিশ্রুতি মোতাবেক ওয়ার্ডে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছি। এবার যদি আমি আবারো জনগনের রায়ে নির্বাচিত হতে পারি তাহলে ওয়ার্ডের অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করবো। আশা করি জনগন আমাকে বঞ্চিত করবে না।
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার