জসিম উদ্দীন, নেত্রকোণা
সারাদেশের ন্যায় নেত্রকোণা সরকারি কলেজ প্রাঙ্গণে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
রবিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭ টায়, অধ্যক্ষ, প্রফেসরবৃন্দ, রোভার স্কাউটস, কলেজ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন । এ সময় অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গাওয়া হয়।
পুষ্পস্তবক অর্পণের সময় উপস্থিত ছিলেন , নেত্রকোণা সরকারি কলেজ অধ্যক্ষ, নুরুল বাসেত, প্রফেসর বিধান চন্দ্র মিত্র, প্রফেসর দীপঙ্কর কুমার সরকার,প্রফেসর সরোজ মস্তুফা, প্রফেসর জিয়াউল কবীর,প্রফেসর শাহিনূল হক শাহিন, প্রফেসর সুলতান মাহমুদ প্রমুখ ।
শ্রদ্ধা নিবেদন শেষে সকাল সাড়ে ৭ টায় নেত্রকোণা সরকারি কলেজ কতৃপক্ষের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নেত্রকোণা সরকারি কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে অত্র শিক্ষা প্রতিষ্ঠান এর ছাত্রছাত্রীদের উপস্থিতিতে রচনা, চিত্রাংকন, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, ও দোয়া মাহফিল এবং বিজয়ীদের পুরষ্কার বিতরণ করা হয়।
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার